সুনামগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি

৩৩৭

সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘন্টায় (গতকাল সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কয়েকদিনের টানা বর্ষণ ও বৃষ্টিপাত এবং সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সুরমা,কুশিয়ারা, ধনু, যাদুকাটা,রক্তি,চলতি,বৌলাইইসহ প্রধান প্রধান নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এছাড়া নদীতে পানি বৃদ্ধির কারণে হাওরেও পানি বাড়ছে। সুনামগঞ্জ পৌরসভার সাহেব বাড়ির ঘাট, মল্লিকপুর,ওয়েজখালীসহ নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে বন্যার আশংকা করছেন তারা। এখন পর্যন্ত পানি নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like