সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর
সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল (রোববার) রাতে চট্টগ্রামের পাহাড়তলী বণিক সমিতির ৪০ বছরপূর্তি অনুষ্ঠানে ব্যবসায়ীদের তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, করোনাকালীন সারা বিশ্বের অর্থনীতি যখন বিপর্যস্ত তখন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এ কঠিন সময় থেকে উত্তরণ ঘটিয়ে জাতিকে আশার আলো দেখিয়েছে।
বণিক সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনের সঞ্চালনায় ও সমিতির সভাপতি ছাত্তার কম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি