সুশাসন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১৩৪

দেশ এগিয়ে গেলেও নৈতিক অবক্ষয়ে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে। এমন পরিস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ার কুমারখালিতে মানববন্ধন করেছে কুমারখালি উপজেলা জাসদ ।

বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমারখালি বাসস্ট্যান্ডে উপজেলা জাসদ এ কর্মসূচি পালন করে। এসময় বক্তারা বলেন, উন্নয়নের মহাসড়কে দেশ উঠলেও দলবাজী, ক্ষমতার অপব্যবহার , নারী ও শিশু নির্যাতন-ধর্ষণসহ নানা অনিয়ম-অপরাধে ভেঙে পড়ছে সমাজব্যবস্থা। মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমারখালি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, উপজেলা যুব জোটের সভাপতি মহব্বত হোসেনসহ আরো অনেকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like