সেন্টমার্টিন ভ্রমণে যেতে নিবন্ধন করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
প্রতিদিন সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবে ১ হাজার ২৫০ জন এবং এদের নিবন্ধন করতে হবে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার।
সকালে, একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন টুয়াক নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণে না আসার পাশাপাশি দেশীয় পর্যটক কক্সবাজার ভ্রমণে বিমুখ হবে।
এতে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ ব্যবসার ক্ষতি হওয়ার সাথে হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা কক্সবাজার পর্যটন ব্যবসারও ক্ষতিসাধিত হবে। তাই এ সিন্ধান্ত বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি তোফায়েল আহমেদ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি