সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারীর মৃত্যু

১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মজিবর মিয়া (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার চাদমহল সিনেমা হলের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর মিয়া নেত্রকোনার মোহনগঞ্জের শেওরাতলী এলাকার মৃত জিতু মিয়ার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। আমরা গাড়িটি জব্দ করার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সাজ্জাদ করিম।