সোনারগাঁয়ে বাসের চাপায় নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাসের চাপায় সুভাষ চন্দ্র দাস (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ত্রিপরদী এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাষ চন্দ্র কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানা এলাকার অগন্তি চন্দ্র দাসের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।