সোনাগাজীতে প্রতিপক্ষের গুলিতে ডাকাত নিহত
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়েন নাজিরপুর গ্রামে ডাকাত দলের দু’পক্ষের গুলিতে নিজাম উদ্দিন নামে এক ডাতাক নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।
বুধবার (১০ জুন) ভোররাতে রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে রয়েছে বলেও জানায় পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি