সোনার বাংলা গড়তে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

১১৯

দেশকে ভালবাসতেন বলেই সোনার বাংলা গড়তে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে বলেই সব শ্রেণির মানুষ এখন ভালো আছে। উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শামীম বানু শান্তি, এলজিইডি কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলীসহ আরো অনেকে।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like