সোহাগের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১১৪

বগুড়ার শেরপুরে সোমবার মির্জাপুর বাজার এলাকায় সোহাগের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ২ জানুয়ারী দিবাগত রাত ১০টায় পাওনা টাকার কথা বলে মোটর সাইকেলে করে রানীরহাট মোড়ে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠির আঘাত করে দূর্বত্তরা, এতে সোহাগ মাটিতে ঢোলে পরে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সোহগের পরিবার। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায়, সাধরণ জনগন তাদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like