সৌন্দর্যে নায়িকাদেরও হার মানাবে প্রসেনজিৎকন্যা!
কলকাতার রুপালী পর্দার অতি আলোচিত মুখ প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামেই বিশেষ পরিচিত তিনি। অভিনয়শিল্পী হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি।
দুই সন্তানের বাবা সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। পুত্র তৃষাণজিৎ চ্যাটার্জির নাম শোনেননি এমন মানুষ হাতে গোনা। সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত তিনি। প্রজেনজিতের শুধুমাত্র একটি পুত্রসন্তানই নয়, এক কন্যাসন্তানও রয়েছে। কিন্তু অভিনেতার মেয়ের কথা সেভাবে শোনা যায় নি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অন্তরালে থাকা তার কন্যা সম্পর্কে মুখ খুলেন টালিউডে বুম্বাদা।
দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রসেনজিৎ দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অপর্ণা গুহঠাকুরতাকে। সেই বিয়েও টেকেনি বুম্বাদার। পরবর্তীতে ঘর বাঁধেন অর্পিতা চ্যাটার্জির সাথে। দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার ঘরে জন্ম নেন প্রেরণা চ্যাটার্জি। বুম্বাদার সাথে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে আলাদা থাকেন অপর্ণা গুহঠাকুরতা। তবে দ্বিতীয় সংসারের মেয়ে হলেও সবসময় মিডিয়ার আড়ালেই ছিলেন প্রেরণা।
সম্প্রতি মেয়েকে নিয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমে মুখ খুলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেন, ‘তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছে আছে। সে বাইরে থাকে। আমি তাদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। দেখা হবে প্রেরণার সঙ্গে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ প্রসেনজিৎকন্যা প্রেরণা চ্যাটার্জি। সৌন্দর্যে অনেক নায়িকাদেরও পিছনে ফেলে দিতে পারেন। তার সম্পর্কে আরও জানা যায়, তিনি জাপানি খাবার খেতে বেশ ভালবাসেন। তার ডাক নাম বান্নো। বর্তমানে লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করছেন প্রসেনজিৎ কন্যা।