স্কট মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী

১৫৭

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান অর্থমন্ত্রী স্কট মরিসন।লিবারেল পার্টির দলীয় কোন্দল নাটকীয় পর্যায়ে পৌঁছানোর পর তিনি দলীয় ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। দলের প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সদ্য সরে যাওয়া পিটার ডাটনের জোরালো চ্যালেঞ্জ মোকাবেলা করে মরিসন প্রধানমন্ত্রী মনোনীত হন। খবর এএফপি’র।

বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী মরিসন দলীয় ভোটাভুটিতে ৪৫-৪০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বর্তমান প্রধানমন্ত্রী চার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
টার্নবুলের আরেক সহযোগী পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ পদে প্রতিদ্বন্দ্বীতা করলেও প্রথম দফার ভোটেই তিন বাদ পড়েন।
পরিবেশ ও জ্বালানি মন্ত্রী জোস ফ্রাইদেনবার্গ লিবারেল পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন।
লিবারেল পার্টির হুইপ নলা মরিনো বলেন, ‘স্কট হলেন সফল প্রার্থী।’ পিটার ডাটনের বিপক্ষে তিনি ৪৫-৪০ ভোটে জয়লাভ করেন।

বিজয় টিভি/ নিউজ ডেস্ক

You might also like