স্কুলছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ২ যুবক গ্রেফতার

যশোরের অভয়নগর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী মাহবুবুর রহমান এবং তার সহযোগী অনিক বাঘাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাদের যশোর জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের বাশার মোড়লের ছেলে মাহবুবুর রহমান সাংবাদিকতার কার্ড করে দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে তা ভিডিও ধারণপূর্বক অর্থ দাবি করে। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার অভয়নগর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে কথিত সাংবাদিক মাহবুবুর রহমানসহ অনিক বাঘা নামের অপর এক সহযোগীকে আটক করে।

এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর নিয়মিত মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়।

You might also like