স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো আলোচনা সভা
বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়িত্ব ও স্থায়িত্ব নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান, ড. এ কে আজাদ চৌধুরী।
এতে অংশ নিয়ে বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে গণমাধ্যম বা অন লাইনের মাধ্যমে উচ্চ শিক্ষা পৌছে দেয়া, নন গভর্মেন্ট বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক দায়িত্ববোধের অংশ। তিনি জানান, বিজয় টিভি উচ্চ শিক্ষাকে দ্বারে দ্বারে পৌঁছে দিতে গুরুকূল অন লাইন লার্নিংয়ের সহযোগীতায়, কারিগরি শিক্ষার কারিকুলাম দ্বারা তৈরী কোর্স, দ্রুত প্রচার করবে। যা শিক্ষাকে সহজলভ্য করে তুলবে। এসময় তিনি আলোচনায় উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের গণমাধ্যম এবং অন লাইনের সাহায্যে আরো আকর্ষণীয়ভাবে শিক্ষা উপকরণ উপস্থাপনের অনুরোধ জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি