স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুই জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুল আলীম ও তার বন্ধু আল মামুনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একইসাথে তাদের এক লাখ টাকা জরিমানাও ধার্য্য করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ কে এম নাছিমুল আক্তার জানান, দণ্ডিত আব্দুল আলীম শিল্প পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিল। যৌতুকের জন্য ২০১২ সালের ২০ এপ্রিল আলীম তার বন্ধু মামুনের সহযোগীতায় স্ত্রী সুমিকে শ্বাসরোধ করে হত্যা করে। এঘটনায় নিহত সুমির মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি