স্বরূপকাঠীর কৌরিখাড়া ভাঙ্গনরোধে কাজ দ্রুত এগিয়ে চলছে

৫৭

পিরোজপুরের স্বরূপকাঠীর সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গনরোধে কৌরিখাড়া গ্রাম রক্ষার্থে জিও ব্যাগে বালু ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে। ছারছিনা পিরের বাড়ীর সামনে সন্দ্যা নদীর পাড়ে বস্তায় বালু ভরাট করা হচ্ছে দিন রাত। ৫ গ্রুপের এ কাজে ২৭ হাজার ৫০ টি বস্তা ফেলা হবে সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের কৈৗরিখাড়া অংশে। প্রতিটি বস্তায় ১৭৫ কেজির বেশি বালু ভরাট করা হচ্ছে।

এ জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে ৯৮ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছে। বছরের পর বছর ধরে অব্যাহত ভাঙ্গনে নাকাল কৌরিখাড়া বাসির প্রানের দাবী ছিলো ভাঙ্গন রোধ করা।

একাধিক এমপির দারস্ত হলেও কেহই এ ব্যাপারে কর্নপাত করেনি। বর্তমান মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিমের নিকট মাত্র একবার গ্রামবাসি দাবী জানাতেই তিনি ভাঙ্গন রোধে তরিৎ ব্যবস্থা গ্রহন করেছেন।

মন্ত্রীর এ তরিৎ পদক্ষেপে নদী ভাঙ্গন কবলিত কৌরিখাড়াবাসি ফিরে পাবে শান্তি। উত্তর কৌরিখাড়া পোষ্ট অফিসের দক্ষিন পার্শ থেকে ২৩০ মিটার দৈর্ঘের নদী শাসনের একাজ আগামী ১২ জুন সকাল ১১ টায় উদ্বোধন করবেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের মন্ত্রী এডভোকেট শম রেজাউল করিম।

You might also like