স্বর্ণ চোরাচালানের দায়ে আসামির ১৪ বছর কারাদণ্ড
স্বর্ণ চোরাচালানের দায়ে মো. শাহাদাত হোসেন নামে এক আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল (সোমবার) মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী। ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হন মো. শাহাদাত হোসেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি