স্বাধীনতা আন্দোলনের সুতিকাগার বীর প্রসবিনী চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবি

৮৮

শহীদদের স্মরণ করতে স্বাধীনতা আন্দোলনের সুতিকাগার বীর প্রসবিনী চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রামের নেতৃবৃন্দ। সকালে মোমিন রোডের চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনটির সভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মৃদুল বড়ুয়া, অমল কান্তি নাথ, শাহ নুরুল আলম, অধ্যক্ষ শামছুদ্দিনসহ আরো অনেকে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like