স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন

১১০

স্মার্ট ড্যাশ বোর্ড, ওয়েব পোর্টাল এবং ওয়েব রিপোর্টিং টুলস উদ্বোধনের মধ্য দিয়ে স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

গতকাল এসব ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশকে ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছিলেন।

এ স্মার্টড্যাশ বোর্ড এবং ওয়েব রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে চসিক অনেক দূর এগিয়ে যাবে। এর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রত্যেকটি বিভাগে কর্ম পরিধি চলে আসছে স্মার্ট সিস্টেমের আওতায়।

ফলে হাতের মুঠোয় চলে আসবে চসিকরে ৭ বিভাগের হিসাব-নিকাশদ। এতে সময় বাঁচবে, প্রক্রিয়াও হবে সহজ। পাশাপাশি কাজে নিশ্চিত হবে স্বচ্ছতা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like