সড়ক নিরাপত্তায় দক্ষ চালক ও জনসচেতনতাও দরকার:স্বরাষ্ট্র মন্ত্রী

১৩২

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক নিরাপত্তায় যেমন দক্ষ চালক দরকার তেমনি জনসচেতনতাও দরকার।

শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও বুড়িচং থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে ছবি ও ভিডিও ফুটেজ দেখে সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

এসময় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু এমপি, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like