সয়াবিন তেল মজুত: সাবেক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মজুত করে রাখা ৫১২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। মজুতের সঙ্গে জড়িত একজন গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১২ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার এ তথ্য জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন সাবেক সরকারি কর্মকর্তা। মোহাম্মদপুরের কাজি নজরুল ইসলাম রোডের একটি বাসা থেকে উদ্ধার করা হয় তেল। রোজা সামনে রেখে তেল মজুত করেছিল লায়েকুজ্জামান নামের ওই ব্যক্তি।
এ মাসের ৬ তারিখ থেকে মজুত করা শুরু করেন তিনি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তেল মজুতের সঙ্গে কোনো চক্র জড়িত আছে কি না, তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।