হইচই পড়ে গেছে চরিত্রহীনকে নিয়ে

২৩৭

কে ‘চরিত্রহীন’? এমন প্রশ্নই শোরগোল ফেলে দিয়েছে টলিপাড়ায়। সদ্য মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের আগামী ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এর পোস্টার। যেখানে সাদা-কালো পোস্টারের আলো-আঁধারিতে রয়েছে একটি মেয়ে। চোখ থেকে মুখের বাকি অংশ উধাও। খোল চুলে। বুকে-কাঁধ জুড়ে রয়েছে তিনটি হাত! কে এই মেয়ে? তাই নিয়ে এখন রীতিমতো হইচই সিনেমহলে।

শরৎচন্দ্রের ‘চরিত্রহীন’ নিয়ে ওয়েবের পর্দায় আসছেন দেবালয়। পরিচালক জানাচ্ছেন, ‘ আমার এই গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ অবলম্বনে তৈরি। এত বছর ধরে এত গুরুত্বপূর্ণ একটা লেখে রয়েছে। কিন্তু এটা নিয়ে বাংলায় কোনও ছবি হয়নি। আমার মনে হল ওয়েবটাই সঠিক মাধ্যম যেখানে ইন্টারপ্রেট করতে পারব। কিরণময়ী, সরোজিনী, সাবিত্রী, হারাণ— প্রধান চরিত্ররা সকলেই রয়েছে। এদের এই সময়ের প্রেক্ষাপটে খুঁজব।”

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like