হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
ছাত্র খুনের ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন। মামলার বিবরণে জানাযায়, ২০১৫ সালের ৬ জুন জোরারগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ফারহান সাকিবকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই শহিদুল ইসলাম রুবেল বাদি হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। রায় ঘোষণার পর মামলার বাদি সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরে দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি