হবিগঞ্জে ডাকাত ধরতে গিয়ে ৪ পুলিশ আহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাত ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে জেলার শাহজিবাজার এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ডাকাতদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ডাকাত দলের পালিয়ে যাওয়া সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।