হবিগঞ্জে মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ এলাকায় মা ও বাবাকে চরমভাবে অপমান, তাদের গায়ে আঘাত ও ঘরের জিসিনপত্র ভাঙচুরের অভিযোগে সামাদুল হোক ইমন (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিনের ভ্রাম্যমান আদালতে তাকে শাস্তি দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত ইমন রাজাবাদ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

ইউএনও শেখ মহি উদ্দিন জানান, ইমন মাদকাসক্ত। বেশ কিছুদিন ধরে তিনি তার মা ও বাবাকে মারধর করছিলেন। নির্যাতনের শিকার মায়ের লিখিত অভিযোগের ফলে ভ্রাম্যমান আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

You might also like