হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

১১৫

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।

আজ (শুক্রবার) সকালে হবিগঞ্জের নবীগঞ্জে একটি গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল।

এ সময় মাইক্রোবাসটি উপজেলার কান্দিগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন।

এদিকে, ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরে যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, ঢাকাগামী লিমন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like