হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
হরিণাকুণ্ডু উপজেলার নিচতোলা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় গোলাম মোস্তফা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১২ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন মোস্তফা। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।