হলিউডে নাম লিখছেন যেসব বলিউড তারকারা

৩৩

হলিউডের সিনেমায় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নাম লিখিয়েছেন অনেক আগেই।  তবে প্রিয়াঙ্কা এখন আর ‘বলিউড অভিনেত্রী’ নেই। হলিউডে একের পর এক সিনেমায় নাম লিখিয়ে হয়ে গেছেন পুরোদস্তুর আন্তর্জাতিক।

প্রিয়াঙ্কার দেখানো পথে সব শেষ যোগ দিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। অচিরেই হলিউডে পাড়ি জমাচ্ছেন তিনি। এখনও কোনও সিনেমার নাম ঘোষণা না হলেও জানা গেলো, আমেরিকার একটি নামকরা ট্যালেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে তার।

আলিয়ার আগে বলিউডের অনেক তারকাই হলিউডে নাম লিখিয়েছেন। এই যেমন ধানুশ। ২০১৭ সালেই হলিউডে অভিষেক হয় দক্ষিণের দারুণ জনপ্রিয় এ তারকার। এবার ক্রাইস ইভানস ও রায়ান গসলিংয়ের সঙ্গে দেখা যাবে তাকেও। সিনেমার নাম ‘দ্য গ্রে ম্যান’।

চার বছর ধরেই শোনা যাচ্ছিল ক্যাটরিনা হলিউডে যাচ্ছেন। এবার আর নিছক গুজব নয়, বড়সড় ওটিটি প্ল্যাটফর্মের একটি সুপারহিরো ফিল্মে চুক্তিটা হয়েই গেছে তার।

মাঝে মাঝে বলিউড তারকা সোনম কাপুর বলতেন, হলিউডে কাজ করার সাধ আছে তার। এবার আমেরিকান ট্যালেন্ট কোম্পানির সঙ্গে চুক্তির ঘোষণাটা দিয়েই ফেললেন। এছাড়া হলিউডে দেখা গেছে বলিউডের আরেক জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোনকেও।

You might also like