হলে গিয়ে ‘মুখোশ’ দেখতে বললেন পরীমণি
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘মুখোশ’। সিলেট, টাঙ্গাইল, এফডিসি, একুশে বইমেলা, পদ্মার চর ও সাভারে হয়েছে শুটিং। ছবিটি সহপ্রযোজনা করেছে পরিচালকের প্রযোজনা সংস্থা ব্যাচেলর ডটকম।
নিজের লেখা উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ‘মুখোশ’ নির্মাণ করেছেন ইফতেখার শুভ। পরিচালক ইফতেখার শুভর প্রথম ছবি এটি। রক্ত’ ছবির ছয় বছর পর দ্বিতীয়বার এই ছবিতে ফিরছেন পরীমনি-রোশান জুটি, সঙ্গে যুক্ত হয়েছেন মোশাররফ করিম।
কয়েক দফা মুক্তি পিছিয়েছে ছবিটির। অবশেষে ৪ মার্চ শুক্রবার দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ১৮ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘মুখোশ’ এর ট্রেলার। সিনেমার দুটি গানও মুক্তি পেয়েছে অন্তর্জালে।
গেল ২ মার্চ হয়ে গেল ছবিটির প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন ছবির নায়ক রোশান, মোশাররফ করিম, পরিমনী’রা। সঙ্গে ছিলেন শরিফুল রাজও। ছবি শেষে পরিচালকের চোখে পানি; হলে গিয়ে ‘মুখোশ’ দেখতে বললেন চিত্রনায়িকা পরীমণি।
‘মুখোশ’-এর অন্য দুটি প্রধান চরিত্রে আছেন জিয়াউল রোশান ও পরীমনি। রোশানকে দেখা যাবে সুপারস্টার নায়কের ভূমিকায়, পরীমনিকে সাংবাদিকের ভূমিকায়। গল্পের প্রধান চরিত্র লেখক ইব্রাহিম খালেদি। এই ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।
‘মুখোশ’ এ মোশাররফ করিম ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রোশান, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী সহ অনেকে।