হাইতির ব্যস্ত সড়কে প্লেন বিধ্বস্ত, নিহত অন্তত ৬
হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের এক ব্যস্ত সড়কে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ছয় জন নিহত হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে রাজধানী থেকে প্লেনটি জ্যাকমেল শহরের উদ্দেশে যাত্রা শুরু করে।
হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ার পর পরেই প্লেনটি ইঞ্জিন জটিলতায় পড়ে এবং ৪:০৪ মিনিটে বিপদ সংকেত পাঠায়।
হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার মাঝখানে প্লেনটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইট এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।