হাইতি প্রেসিডেন্ট হত্যার ঘটনায় চার হামলাকারী নিহত; জরুরি অবস্থা ঘোষণা
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে হত্যার ঘটনায় চার হামলাকারী নিহত হয়েছে। এদিকে, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ।
তিনি এ হামলাকে অমানবিক ও বর্বরোচিত বলে মন্তব্য করেছেন।
এদিকে, এক সংবাদ সম্মেলনে হাইতির পুলিশ প্রধান জানান, প্রেসিডেন্টের ওপর হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চালিয়েছে পুলিশ।
এতে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে। এছাড়াও দু’জনকে আটক করা হয়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ১টায়, এক দল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস।