হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা
পরিবেশ নদী দূষণের দায়ে হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
তরল বর্জ্য শোধনাগার, ইটিপি প্ল্যান্ট স্থাপন না করায় বুধবার শুনানি শেষে এ আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক। এছাড়া, ইটিপি স্থাপন না করা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের আদেশও দিয়েছে পরিবেশ অধিদফতর। এর আগে গত ৮ জুলাই পরিদর্শন করে পরিবেশ দূষণের প্রমাণ পায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের একটি টিম।
নিউজ ডেস্ক / বিজয় টিভি