হাতিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীর হাতিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ জহির উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলচিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাতিয়া স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম। পরে, জব্দকৃত আলামতসহ আটককৃতকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ আমির হোসেন।