হাতিয়ায় পানের বাম্পার ফলনে স্বাবলম্বী চাষিরা
হাতিয়ার পানচাষীরা প্রায় ৫০ বছর ধরে পান চাষ করে আসলেও লাভের মুখ দেখেননি। একদিকে করোনা অন্যদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি কাটিয়ে উঠতেই হিমশিম খেতে হয়েছে পানচাষীদের। তবে উপজেলায় এ বছর পানের ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা।
এ এলাকায় দুই জাতের পান পাওয়া যায়; মিষ্টিপান এবং সাচি পান। উপজেলার মাটির ভলো হওয়ায় দুটি জাতেরই ফলন ভালো হচ্ছে। তবে সরকারি সহযোগীতা পেলে পানের ফলন বাড়ার পাশাপাশি এ ফসল চাষে অনেকে আগ্রহী হবে বলে মনে করেন পানচাষীরা।
অন্যদিকে উপজেলায় পান চাষ বৃদ্ধিতে কৃষকদের পরোক্ষভাবে বিভিন্ন সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজের।
হাতিয়ায় প্রায় ৩৪০ জন চাষী ২৫ হেক্টর জমিতে পানের বরজ করেন।