হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় লিটন মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
শনিবার পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া ফুলু মিয়ার ভাড়া বাসায় হোটেল শ্রমিক লিটন মিয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহত লিটন মিয়া সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় করম আলীর হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে হোটেলে যেতে দেরি করায় নিহতের বাসায় হোটেল মালিক করম আলী গেলে হাত বাঁধা অবস্থায় ফাঁসিতে তাকে ঝোলানো দেখতে পায়।
নিহত লিটন মিয়া নারায়ণগঞ্জের নুরুল ইসলামের ছেলে। মাদককে কেন্দ্র করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় এলাকাবাসী।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, লাশ সুরতহাল করে উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।