হারতালের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমাবেশ
গ্যাসের দাম বৃদ্ধি দাবীতে বামদলের ডাকা অর্ধদিবস হারতালের প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর।
নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এর সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা নঈম উদ্দীনসহ নের্তৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, যারা বাংলাদেশ উন্নয়ন চাই না,বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাই, যারা জ্বালাও পুড়াও রাজনৈতিক আদর্শে বিশ্বাসী তারাই হরতাল চাই।
নিউজ ডেস্ক / বিজয় টিভি