হার না মানার কথা গানে গানে জানালেন তারকারা

১৫১

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দিন দিন বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এই ভাইরাসের সঙ্গে লড়াই করতেই মানুষ ঘরবন্দি থাকছে। কিন্তু তার মুখে হাসির বদলে একরাশ ভয়।

বন্দিদশায় মানুষের মনে হার না মানা মনোবল বাড়াতেই দেশের তারকা ও শিল্পীরা ‘হার মানবো না’ শিরোনামের এই গানটি তৈরি করেছেন। একই সঙ্গে আহ্বান তুলেছেন মানবিকতা ও সচেতনতার।

সোমেশ্বর অলির কথায় ও বেলাল খানের সুরে এতে সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। এই দুইজনের সঙ্গে গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন কোনাল ও ঐশী। ভিডিওটি নির্মাণ করেছেন আফজাল হোসেন মুন্না।

গানটিতে ব্যবহৃত কবিতায় কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। কণ্ঠশিল্পীদের পাশাপাশি ভিডিওতে অংশ নিয়েছেন মেহের আফরোজ শাওন সঙ্গে তার দুই পুত্র নিষাদ-নিনিত, মৌটুসী বিশ্বাস, জাকিয়া বারী মম, সম্রাট, সজল, কায়েস আরজু, প্রিয়তি, সাইফ খান ও মোস্তাফিজুর নূর ইমরান।

করোনাভাইরাসের জেরে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। এমন সময় করোনা-আতঙ্কে আক্রান্ত দেশের মানুষকে গানের মাধ্যমে উদ্বুদ্ধ করতে এগিয়ে এসেছে বলিউড।

গানে-গানে ঘরবন্দি দেশবাসীর মনোবল বাড়ানোর এই উদ্যোগের নেপথ্যে ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয়কুমার।

কৌশল কিশোরের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন বিশাল মিশ্র। অক্ষয় থেকে শুরু করে ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, অনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মালহোত্রা থেকে তাপসী পান্নু, রকুলপ্রীত সিং, কৃতি শ্যানন, ক্রিকেটার শিখর ধাওয়ানও ধরা দিয়েছেন মিউজিক ভিডিওটিতে।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like