হালদার চরের কৃষি জমিতে নিয়মবর্হিভুতভাবে কাটা তারের বেড়া
চট্টগ্রামের হালদার চরের কৃষি জমিতে নিয়মবর্হিভুতভাবে কাটা তারের বেড়া দিয়ে একরের পর একর জায়গা দখলের অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এস্কেভেটর দিয়ে খনন করে পুকুর, রাস্তা, ও ঘর নির্মাণ করে স্থায়ী স্থাপনা গড়ে তুলছেন। এসব কৃষি জমিতে যুগ যুগ ধরে চাষাবাদ করে আসা কৃষকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফলে ভুমিহীন কৃষি নির্ভর প্রায় ২’শ কৃষক পরিবার অর্ধাহারে অনাহার মানবেতর দিন যাপন করছেন। এছাড়া, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষদের হয়রাণীর অভিযোগও রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি