হালদায় অভিযান, ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ

১৮

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা মো. রাব্বানী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে সকাল পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্টে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

You might also like