হালদা রক্ষায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের তাগিদ

১০৪

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে দখল ও দূষণ থেকে রক্ষায় ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার তাগিদ দেয়া হয়েছে।

গতকাল (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে ‘হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা: বর্তমান অবস্থা ও সংরক্ষণে করণীয়’ শীর্ষক সেমিনারে হালদা রক্ষায় ২১ দফা সুপারিশ করা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।

এতে একমত পোষণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে।

ফলে এটি রক্ষাণাবেক্ষণ এবং তদারকির দায়িত্ব বহুগুণ বাড়বে। তাই হালদা রক্ষায় কঠোর মনিটরিংয়ের প্রয়োজন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like