হালিশহরে জমি বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জেরে অরুণ শীল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ (বুধবার) সকালে হালিশহরের আচার্য্য পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাধন শীলের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো তাদের।
এ নিয়ে সাধন শীলের পরিবারের বিরুদ্ধে একাধিক মামলাও করেন তারা। সকালে অরুণ শীল বাসা থেকে বের হলে ক্ষিপ্ত হয়ে তাকে রড দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি