হাসপাতালে ভর্তি বিচারপতি শাহিনুর ইসলাম

করোনা থেকে সুস্থ হয়ে পরবর্তীতে শারীরিক নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিষয়টি  নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। বিচারপতি মো. শাহিনুর ইসলাম শ্বাসকষ্টসহ করোনা-পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে অবকাশ যাপনে যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত হন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গত ১৭ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্র যান। সেখানে প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৭ জানুয়ারি তিনিও করোনায় আক্রান্ত হন।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

You might also like