‘হাহাকার’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নতুন জুটি সাইমন-প্রিয়মনি
মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবি দিয়েই ক্যারিয়ারে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন নায়ক সাইমন সাদিক। এবার মানিকের নতুন ছবিতে যুক্ত হলেন এই চিত্রনায়ক।
হাহাকার নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির প্রিয়মনি ও সাইমন সাদিক। সম্প্রতিই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ছবিটির শুটিং শিগগিরই শুরু হচ্ছে।
কষ্ট-যন্ত্রণা, সুখ-দুঃখের সবকিছু মিলিয়ে এই সিনেমার গল্প। মার্চ মাসের শুরুতেই মানিকগঞ্জে শুরু হবে হাহাকার-এর শুটিং। সেখানেই পুরো সিনেমাটির টানা এক মাস শুটিং চলবে।
হাহাকার সিনেমাতে একটি ব্যতিক্রম চরিত্রে দেখা যাবে প্রিয়মনিকে। এতে তার চরিত্রের নাম নিলু। বেদে পরিবারে জন্ম নেয়া একজন মেয়ে কীভাবে উচ্চশিক্ষিত হয়ে উঠেছে।
একসময় দেশের নামকরা ডাক্তার হয়ে ওঠে মেয়েটি। পত্রপত্রিকায় তার নাম ছাপা হয়। বেদে পরিবার থেকে কীভাবে একজন নামকরা ডাক্তার হয়ে উঠলেন তিনি।
প্রিয়মনির সঙ্গে প্রথমবার কাজ করবেন সাইমন সাদিক। তিনি জানান, প্রিয়মনি অভিনয়ে বেশ মনযোগী। কিছু ভালো কাজও করেছেন। তাদের জুটি সবার ভালো লাগবে বলে প্রত্যাশা তার।