হিযবুত তাহরীরের ৫ সদস্যকে গ্রেফতার
নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
রোববার সকালে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে সংগঠনটির বিভিন্ন ধরনের লিফলেট, ল্যাপটপ ও পেনড্রাইভ এ রক্ষিত হিযবুত তাহরীরের বিভিন্ন লেখা, মতবাদ ও বই এর সফট কপি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর মিরপুর এলাকার সদ হোসেনের ছেলে মোস্তফা প্রাঙ্গণ এবং আব্দুল জলিলের ছেলে ফারাবী খান অনিক, বরিশাল জেলার মুলাদী থানার কাজী মোসলেহ উদ্দিন এর ছেলে মাহমুদ ফয়সাল তারেক, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার সিরাজুল হক মিয়ার ছেলে তানভীর আহমেদ এবং ময়মনসিংহ জেলার আব্দুল জলিলের ছেলে জামিনুর রেজা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি