হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কমিটি গঠন

১১০

বিদেশ প্রত্যাগত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব কমিটি গঠন করতে হবে। বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারী করা হয়।

এ লক্ষ্যে গঠিত কমিটিকে সহায়তা করার জন্য সংশিøষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য সারাবিশ্বে নভেল করোনা ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশেও বেশ কিছু রোগী সনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্বব্যাপী ‘হোম কোয়ারেন্টাইন’ একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ জন্য সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করতে বদ্ধ পরিকর।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি