হ্যাকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে ১জন আটক

৮৬

চট্টগ্রাম থানার নিউমার্কেট এলাকা থেকে ১ ফেসবুক হ্যাকারকে আটক করেছে মহানগর গোয়েন্দা(উত্তর) পুলিশ।

আটক কিশোরের নাম মোঃ খালেদ মাহমুদ(১৮)। সে সরকারী সিটি কলেজ ব্যবসায়িক শাখার ২য় বর্ষের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানায়।

গতকাল বুধবার (২৮ নভেম্বর) সাড়ে ৫টার দিকে জলসা মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায়, সামিয়া হোসেন (১৬) নামে এক তরুণী কোতোয়ালী থানায় অভিযোগ করেন তার ফেসবুক হ্যাক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তার ফেসবুকে থাকা অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ জলসা মার্কেটে অভিযান চালিয়ে খালেদ মাহমুদকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন দিন ধরে ফেসবুক আইডি হ্যাক করে মোটা অংকের টাকা দাবি করে আসছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like