১০৩ টাকায় চাকরি পেল নতুন পুলিশ সদস্য

১০৮

পিরোজপুরে মাত্র ১০৩ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৩ জন চাকরি প্রার্থী।

৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকার ব্যাংক ড্রাফট ছাড়া আর একাট টাকাও দিতে হয়নি চাকুরী প্রার্থীদের। অভিবাবকরা জানান, পিরোজপুরের ইতিহাসে এবারই প্রথম যোগ্যতার ভিত্তিতে ও কোনো বাড়তি অর্থ লেনদেন ছাড়াই নিয়োগ কাযক্রম সম্পূর্ণ হয়েছে। এদিকে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় খুশি নতুন সদস্যরা। এ বিষয়ে নবাগত পুলিশ সুপার হায়তুল ইসলাম খাঁন জানান, এবার কনস্টেবল নিয়োগে যেনো কোনো রকম দুর্নীতি না হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে সচেতন করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like