১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২২ জানুযারি) বেলা ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার দিবগাত রাত ২টার পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে রাত ২টার পর দুর্ঘটনা এড়াতে এ রুটে ১৬টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব হ্রাস পেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।