১০ ডিসেম্বর প্রতিটি ওয়ার্ডে সতর্কাবস্থায় থাকবে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী
আগামী ১০ ডিসেম্বর, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্কাবস্থায় থাকবেন বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ (বুধবার) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, হেফাজতে ইসলাম যেভাবে বিশৃঙ্খলা সষ্টির অপচেষ্টা চালিয়েছিল, বিএনপি সেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
মানুষের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে তারা। কিন্তু জনগণ তা হতে দেবে না।