১০ হাজার টাকা মুচলেকায় বনানীর এফ আর টাওয়ারের অন্যতম মালিক তাসভীর উল ইসলামকে জামিন দিয়েছেন আদালত
১০ হাজার টাকা মুচলেকায় বনানীর এফ আর টাওয়ারের অন্যতম মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। তাসভীরের আইনজীবী জানান, তার মক্কেল অগ্নিসংযোগ করেননি বা তার কোনো অবহেলাও ছিল না। কারণ তিনি ভূমির মালিক নন। গত ২৮ মার্চ ওই ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। পরে ৩০ মার্চ বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত; ফারুক, তাসভীর ও রূপায়নের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে আসামি করে মামলা করেন। সেই রাতেই বারিধারা থেকে তাসভীরকে গ্রেপ্তার করে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি