১২টি প্রেক্ষাগৃহে ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’

১২

সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন এই ছবিটি। দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মুগ্ধ করেছে দর্শক-সমালোচককে।  ছবির নায়িকা আজমেরী হক বাঁধনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশের সিনেমাবোদ্ধা থেকে সাধারণ দর্শক।

বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের জন্য প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়ে তুমুল আলোচিত হয়েছিল। কান উৎসবের পর, মেলবোর্ন, বুসান ও লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয় বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ছবিটি। এই সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু আগেই জানিয়েছিলেন ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

এবার জানা গেল নতুন খবর, ১২টি প্রেক্ষাগৃহে ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটির গল্প একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানাকে ঘিরে, যিনি তার ৬ বছরের মেয়ে এবং তার এক কলেজ ছাত্রের পক্ষে ন্যায়বিচারের জন্য একাই লড়াই করেন।

এদিকে, ছবিটি বাংলাদেশ মুক্তির জন্য গেল ১২ সেপ্টেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বাবু জানান, এখন পর্যন্ত ১২টি হল নিশ্চিত করতে পেরেছেন তিনি। খুব শিগগিরই হল তালিকা ‘রেহানা মরিয়ম নূর’ এর ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।

সিনেমাটি মুক্তি দিতে দর্শক থেকে শুরু করে হল মালিক সহ সংশ্লিষ্ট সকলের কাছ থেকে খুব ভালো সহযোগিতা পাচ্ছে ছবিটির টিম। অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানান, সরাসরি দর্শকদের সাথে বসে সিনেমা দেখার চেষ্টা করবেন তিনি।

You might also like